Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সাধারণ আনসার প্রশিক্ষণার্থীদের অনলাইনে আবেদন ও বাছাই সংক্রান্ত বিজ্ঞপ্তি-২০২১ (৩য় ধাপ) । আবেদনের শেষ তারিখঃ ১০/০৫/২০২১খ্রিঃ সন্ধ্যা ৬ টা।
বিস্তারিত
যেভাবে আবেদন করবেনঃ সাধারণ আনসার (পুরুষ) প্রশিক্ষণার্থী হিসেবে আবেদন করার পূর্বে নীচের নিয়মাবলী আগে পড়ুনঃ ১। সর্বপ্রথম "আবেদন করুন" বাটন এ ক্লিক করুন। ২। প্রশিক্ষণার্থী হিসেবে আবেদনের শর্তাবলী পড়ুন এবং নির্দিষ্ট বক্সে টিক চিহ্ন দিন। ৩। টিক চিহ্ন দিতেই আপনার মোবাইল নম্বরটি প্রদান এর ঘর (input field) আসবে এবং সেখানে আপনার মোবাইল নম্বর দিন। একবার আবেদনের জন্য একটি মোবাইল নম্বর শুধু একবারই ব্যবহার করতে পারবেন। অবশ্যই নিজের মোবাইল নম্বরটি দিন। একজন প্রার্থী একাধিকবার আবেদন করবেন না। করলেও তা বাতিল হয়ে যেতে পারে। ৪। মোবাইল নম্বর দেওয়ার পর আপনাকে আবেদনের জন্য নির্ধারিত ২০০ টাকা ফি পরিশোধ করতে হবে। আপনি যেভাবে ফি পরিশোধ করতে চান যেমন "বিকাশ" অথবা "অন্যান্য (ডেবিট/ক্রেডিট কার্ড)" সেই বাটন এ ক্লিক করুন এবং ফি পরিশোধ করুন। বিকাশ এ পেমেন্ট এর ট্রান্সাকশন আইডি (Transaction ID) টি সঠিক ভাবে টাইপ করে প্রদান করুন। ৫। পেমেন্ট টি সফল হবার কিছু সময় এর মধ্যে আপনার দেওয়া মোবাইল নম্বরে আপনার আপ্লিক্যান্ট আইডি (applicant ID) এবং পাসওয়ার্ড (Password) একটি SMS এর মাধ্যমে পাঠানো হবে | login page এ আপনি select circular field থেকে "৩য় ধাপ সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ" সিলেক্ট করুন। তারপর ইউজার আইডি (applicant ID) এবং পাসওয়ার্ড (password) ব্যবহার করে লগইন করুন এবং আবেদন পত্রটি সঠিক ভাবে পূরণ করুন। বাংলা ও ইংরেজীতে নামের সঠিক বানান লিখুন কারন আপনি প্রশিক্ষণ গ্রহনের যোগ্যতা অর্জন করলে প্রশিক্ষণ শেষে আপনার দেওয়া বানানেই স্মার্ট কার্ড প্রিন্ট হবে। ৬। আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে সাবমিট (Submit) করুন। সাবমিট করার পর "Application submitted successfully. Click OK to print ADMIT CARD (প্রবেশপত্র)" । আপনার প্রবেশপত্রটি অবশ্যই প্রিন্ট করে সংরক্ষণ করুন। মনে রাখবেন, প্রবেশপত্রে​​​​​​ আপনার পরীক্ষার স্থান ও সময় উল্লেখ থাকবে এবং প্রিন্ট করা প্রবেশপত্রটি ছাড়া কোনো পরীক্ষা তে অংশগ্রহণ করতে পারবেন না। আবেদন সাবমিট করার সাথে সাথেই প্রবেশপত্রটি প্রিন্ট করে রাখুন। ৭। ফি পেমেন্টের পর আপনার পূরনকৃত আবেদন ফরম সাবমিট করতে কোন সমস্যা হলে সহযোগিতার জন্য 01840197207, 01629464289 অথবা 01534726535 নম্বরে যোগাযোগ করুন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের হেল্পলাইন নম্বর 01760888888 এবং 01777712211 নম্বরে আপনার আবেদন সংক্রান্ত সমস্যাটি লিপিবদ্ধ করুন। আবেদনের লিংকঃ http://bdansarerp.gov.bd:8080/application-circulars
ছবি
প্রকাশের তারিখ
01/05/2021
আর্কাইভ তারিখ
31/05/2021